Friday, August 29, 2025
Homeবিনোদনবিক্রম-সোহিনীর 'অমর সঙ্গী' ট্রেলার রিলিজে প্রসেনজিৎ

বিক্রম-সোহিনীর ‘অমর সঙ্গী’ ট্রেলার রিলিজে প্রসেনজিৎ

বিক্রম-সোহিনী জুটির ‘অমর সঙ্গী'(Amar Sangee) ছবির ট্রেলর রিলিজ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১৯৮৭ সালের জনপ্রিয় ‘অমর সঙ্গী’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বিজয়েতা পন্ডিত (Prasenjit Chatterjee and Vijayeta Pandit) ।সুজিত গুহ পরিচালিত এই ছবির হিট গান ‘চিরদিনই তুমি যে আমার’ আজও দর্শকদের স্মৃতিতে রয়ে গেছে।
নতুন এই ছবিটি রোমান্টিক কমেডি। ছবিটি আগামী ৩১ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। নতুন অমর সঙ্গীর পরিচালক দিব্য চট্টোপাধ্যায় (Dibbya Chattopadhya)।
পরিচালকের মতে নতুন ‘অমর সঙ্গী’ একটি মিষ্টি মজাদার প্রেমের গল্প। এটি একটি মিষ্টি মজাদার প্রেমের গল্প। দুটি মানুষের প্রেম, খুনসুটি,সম্পর্কের জটিলতা এবং জীবনের স্বাভাবিক বহমানতা এসব নিয়েই ‘অমর সঙ্গী’ এই ছবির গল্প পড়ে আমার মনে হয়েছে ‘অমর সঙ্গী’ নামটি এই ছবির জন্য একেবারে উপযুক্ত। এটিকে আমি অ্যাবসার্ড ড্রামা বলে অভিহিত করব। তবে নাম ছাড়া দুটি ছবির মধ্যে কোন মিল আছে বলে আমার মনে হয় না।এটা কোন রিমেক নয়।’
বিক্রমের কথায় এই ছবিতে কাজ করার অন্যতম কারণ হলো ছবির স্ক্রিপ্ট। যথেষ্ট মজাদার এবং বিনোদনমূলক বিষয় নিয়ে কাজ করতে পারা আমার কাছে যথেষ্ট আনন্দের। অমর সঙ্গী একেবারেই অন্য ঘরানার বলে আমার মনে হয়েছে এটি হরর রোমান্টিক কমেডি।
সোহিনীর কথায়,’স্ক্রিপটা আমার খুব ভালো লেগেছিল। তাছাড়া পরিচালক দিব্য কে আমি অনেক দিন ধরে চিনি।আমি অনেকদিন পর রোমান্টিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। বিক্রমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। দর্শকরা আমাদের দুটি পছন্দ করবে বলে আশা করি।’
বুধবার শরৎ বোস রোডের এক রেস্টোবারে অমর সঙ্গী ছবির ট্রেলার রিলিজ অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান যে ১৯৮৭ সালে মুক্তি প্রাপ্ত তাদের ছবির প্রায় ৭৫ সপ্তাহ সিনেমা হলে চলেছিল। কাজেই খুব সহজেই বোঝা যায় সে সময় এই ছবি কতটা জনপ্রিয় হয়েছিল। আমি যথেষ্ট খুশি যে আজকে আমাকে আমাদের পুরনো ছবির জনপ্রিয় গান ‘চিরদিনই আমি যে তোমার..’ এর মিউজিক চালিয়ে আমাকে এখানে অভিবাদন জানানো হলো।
আমার ভীষণ ভালো লাগছে যে এত বছর পর নতুন প্রজন্মের কলাকুশলীরা আমার জনপ্রিয় ছবির নামাঙ্কিত ছবিতে কাজ করেছে। নতুন এই রমকম ছবির জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।

Read More

Latest News